সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৫
প্রকাশক: Lance Stack, E-05 কুসুমবাগ শপিং সিটি, মৌলভীবাজার-৩২০০, বাংলাদেশ
এই কুকিজ নীতিতে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে Cash Table এবং তার মূল প্রতিষ্ঠান Lance Stack আমাদের ওয়েবসাইট ও ক্লাউড-ভিত্তিক POS সিস্টেমে কুকিজ (Cookies) ও অনুরূপ প্রযুক্তি ব্যবহার করে।
এই নীতিমালার উদ্দেশ্য হলো, আপনি যেন বুঝতে পারেন — আমরা কোন তথ্য সংগ্রহ করি, কেন করি, এবং কীভাবে আপনি সেই ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন।
আমাদের ওয়েবসাইট ব্যবহার করে আপনি এই নীতিমালার অধীনে কুকিজ ব্যবহারে সম্মতি দিচ্ছেন।
কুকিজ (Cookies) হলো ছোট টেক্সট ফাইল যা আপনার কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ডিভাইসে সংরক্ষিত হয় যখন আপনি কোনো ওয়েবসাইট পরিদর্শন করেন।
এই ফাইলগুলো ওয়েবসাইটকে আপনার ডিভাইসকে শনাক্ত করতে, লগইন অবস্থান বজায় রাখতে, এবং আপনার পছন্দসই সেটিংস সংরক্ষণে সহায়তা করে।
এই তৃতীয় পক্ষের সেবা প্রদানকারীরা তাদের নিজস্ব গোপনীয়তা নীতি অনুযায়ী কুকিজ ব্যবহার করে থাকে।
এই তথ্যগুলো সম্পূর্ণরূপে এনোনিমাইজড থাকে (ব্যক্তিগত পরিচয় শনাক্ত করা যায় না)।
আপনি চাইলে আপনার ব্রাউজারের সেটিংস থেকে কুকিজ নিয়ন্ত্রণ করতে পারেন —
দয়া করে মনে রাখবেন — কুকিজ নিষ্ক্রিয় করলে ওয়েবসাইট ও সফটওয়্যারের অনেক ফিচার সঠিকভাবে কাজ নাও করতে পারে।
আপনি আমাদের ওয়েবসাইট বা সফটওয়্যার ব্যবহার করেন, তাহলে তা আমাদের কুকিজ নীতিমালায় (Cookie Policy) স্বয়ংক্রিয় সম্মতি হিসেবে গণ্য হবে।
অর্থাৎ, আমাদের সার্ভিস ব্যবহার করা মানেই আপনি এই নীতিমালা পড়ে, বুঝে এবং এতে সম্মত হয়েছেন বলে ধরে নেওয়া হবে।
Cash Table কুকিজ থেকে সংগৃহীত সব তথ্য এনক্রিপ্টেড ফরম্যাটে সংরক্ষণ করে এবং অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধে সর্বোচ্চ সাইবার সুরক্ষা ব্যবস্থা (SSL, Firewall, DDoS Protection) গ্রহণ করে।
আমাদের কিছু বিশ্লেষণাত্মক ও বিজ্ঞাপন পরিষেবা ইউরোপ বা যুক্তরাষ্ট্রের সার্ভারে চলতে পারে। তবে যেকোনো ডেটা স্থানান্তর GDPR-compliant secure channel (Standard Contractual Clauses) এর মাধ্যমে সম্পন্ন হয়।
Cash Table যেকোনো সময় এই কুকিজ নীতিমালা হালনাগাদ বা সংশোধন করতে পারে। পরিবর্তনের তারিখ পৃষ্ঠার উপরে উল্লেখ থাকবে, এবং নতুন সংস্করণ প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
কুকিজ নীতি বা ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুনঃ
Cash Table is an AI-powered cloud-based POS solution designed to simplify and modernize retail, wholesale, and restaurant management. From billing to inventory, customer loyalty, and financial analytics — everything is managed in one smart platform. Our mission is to empower every business with intelligent automation, real-time insights, and seamless digital experience.
While we take every possible measure to ensure data integrity and system security, Cash Table is not responsible for business losses resulting from user mismanagement, external system failures, or third-party integrations. Users are advised to review all features and backup policies before activating online or financial modules.